হয়ত তোমার পাব’ দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে
বনের সবুজ রেখা।।
ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
আ’লের পথে বিজন ঘাটে;
হয়ত এসে মুচকি হেসে
ধ’রবে আমার হাতটি একা।।
ঐ নীলের ঐ গহন-পারে
ঘোম্টা-হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন দূতী
দিক্পারের ঐ দখিনা হাওয়া।।
বনের ফাঁকে দুষ্টু তুমি
আসে- যাবে নয়্না চুমি’
সেই সে কথা লিখছে হেতা
দিগ্বলয়ের অরুণ-লেখা।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
নজরুলের সব প্রেম নিয়ে কবিতা 👉 লিংক
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ