যাবার দিন চলে গেলে,
আবার কি শুরু করা যায়,
ভালোবাসা অনেক বাকি,
তুমি আজ বোঝালে আমায়,
আমার মনের পাখি,
তোমার খাঁচায় রাখি,
কি করে বোঝাই তোমায়,
এই মন শুধু তোমার,
এই ছিলো শুধু বলার,
তবে, আজ তুমি কোথায়?
বহুদিন পরে আজ দিয়েছো,
তুমি মনের ঘরে ডাক,
বালি থেকে সরে গেছে ঢেউ,
শুধু নাম দুটো লেখা থাক,
যেটুকু জীবন বাকি,
তোমার হৃদয়ে থাকি,
কি করে বোঝাই তোমায়,
এই মন শুধু তোমার,
এই ছিলো শুধু বলার,
তবে, আজ তুমি কোথায়?
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
অঙ্কুর মজুমদারের সব ভালোবাসার কবিতা 👉 লিংক
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ