সাঁঝ বেলার আঁধারে আমায় একলা করে
তুমি কোথায় চলে গেলে অনিন্দিতা,
সময় যখন কাটেনা এ মন যখন বোঝেনা
আমি তখন তোমায় খুঁজি অনিন্দিতা,
আঁকাবাঁকা পথের দিকে তোমার পথের দিশা থাকে
সে দিশাই খুঁজি তোমায় অনিন্দিতা,
রঙিন প্রজাপতির পাখানার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়াই খুঁজি তোমায় অনিন্দিতা,
আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালবেসে
সে আকাশে কোথায় তুমি অনিন্দিতা,
বৃষ্টির দিনে দুপুর বেলা মেঘেদের সাথে কাটে একলা
তখন সেই দুপুরে খুঁজি তোমায় অনিন্দিতা,
অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছে তোমাকে
এ মনকে ফাঁকি দিয়ে যেওনা তুমি অনিন্দিতা,
নদির শেষে আকাশ নীলে স্বপ্নগুলো মেলে দিলে
তারা বলে সবাই মিলে তুমি কোথায় অনিন্দিতা,
চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছিলে
যন্ত্রণারই আগুন নীলে পুড়েছি আমি অনিন্দিতা,
অভিমানে চুপটি করে এসেছি তাই দূরে সরে
বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে অনিন্দিতা,
অচিন এ শহরে সবকিছুর বহরে
খুজছে এ মন ভীষণ করে তোমায় অনিন্দিতা,
জীবন যখন থমকে দাড়ায় স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় অনিন্দিতা,
কল্পনারই আকাশ জুড়ে নানা রঙের লোকের ভিড়ে
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে আজও তোমায় খুঁজি অনিন্দিতা,
তুমি আমার চোখের ভাষা তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালবাসা বুঝলেনা কেন অনিন্দিতা।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 অঙ্কুর মজুমদারের প্রেমের কবিতা
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ