সুরঞ্জনা জানিনা কেন, আজ তোমাকে ভিষন করে চাইছে আমার হৃদয়
জানিনা কেন, মনে হয় তুমি আমি দুজনে একই স্বপ্নে স্বপ্নময়
সুরঞ্জনা দেখিনা, আর সেই ভালবাসা তোমার দুচোখের নীল তারায়
দেখিনা, সেই সুখের ছোঁয়া তোমার ইচ্ছের আশকারায়
সুরঞ্জনা কি করবো বলো, যদি স্বপ্নরাই তোমাকে চায়
কি করবো বলো, যদি আনমনেই মন হারায়
সুরঞ্জনা কি হবে যদি, তোমাকে আরও কাছে পাই
কি হবে যদি, দূর থেকেই তোমার কাছে হাত বাড়াই
সুরঞ্জনা বলতে পারো, আমার স্বপ্নরা কেন আজ ঘর ছাড়া
বলতে পারো, নিজেকে কেন মনে হয় আমি মনহারা
সুরঞ্জনা না হয়, কাটালে তোমার জীবনটা একটু অন্যরকম ঢঙে
না হয়, রাঙালে তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের রঙে
সুরঞ্জনা কি হবে বলো, যদি এ মন তোমাকে আরও পাশে পায়
কি হবে বলো, যদি আর একটু ভালবাসো আমায়
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 অঙ্কুর মজুমদারের ভালবাসার কবিতা
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ