বৃষ্টি ঝরে উদাস দুপুর
বর্ষে আষাঢ় একটানা সুর
বাম অলিন্দে শূন্য পুকুর
দাদরা তালে বাজে নূপূর
তুই তো ডাকিস না !!!!
আমি না হয় রবোই দূর
ছড়িয়ে দিবো মগ্নতার সুর
পেখম তুলে মায়া ময়ূর
হারিয়ে যাবো দূর বহুদূর
তুই তো হারাস না !!!!
একদিন তো যাবোই ঝরে
থাকবো না আর মনপুকুরে
ঝরা পাতার সুর মর্মরে
যাবো চলে অচিনপুরে
খুঁজে ও পাবি না !!!!
কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ