গভীর তোমার ঘৃনার তলে
বাক্য বিহীন নির্জনতায়
উদোম গাড়ল রয়েছি প'ড়েই__
সে একরকম ইচ্ছে তোমার।
হাত পাতলেই সাগর শুন্য
চোখ খুলতেই মল্লিকা শব
রাত্রি আমার বড়ই আপন__
সে একরকম ইচ্ছে তোমার।
শুক্লতিথীর পূর্ন চাঁদের
নিরাশীর্বাদ,মেঘের মতোন
আলতো পরশ পায়নি ললাট__
সেও তো তোমার ইচ্ছে মতোন।
পাড় ভাঙ্গা ঢেউ আলগা ছোঁয়ায়
নিষিদ্ধ রাত ডাকলো আবার
চেতনা ধুসর ন্যুব্জহতাশ
রাত্রি আমার ঘুমালো পাশেই__
সেও তো তোমার ইচ্ছে মতোন।
খুল্লে দুয়ার বাতাস অন্ধ
বুক ভাঙলেই দীর্ঘ নিঃশাস
সর্ব প্রকার মান অভিমান
সেও তো তোমার ইচ্ছে মতোন__
ইচ্ছে তোমার।
ভালো লাগলে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ