এক সাথে চলেছি ওগো,
হাতে রেখে হাত।
সেই তুমি চলে গেলে দূরে,
দিয়ে আমায় আঘাত।
বলেছিলে তুমি আমার,
বুকে রেখে মাথা।
কি করে ভুলে গেলে হায়,
দিয়ে আমায় কথা।
তোমার সাথে দেখা হয়েছিল,
শ্রাবনের কোন রাতে।
চোখে চোখে হয়েছিল কথা,
হাত রেখেছিলাম হাতে।
সেদিন থেকেই হয়েছিলো শুরু,
তোমার আমার গল্প।
হাসি মজা খুনসুটি আর,
প্রেম অল্প অল্প।
আমার দিকে তাকিয়ে একদিন,
দিয়ে মিষ্টি হাসি।
বলেছিলে ওগো আমি তোমায়,
অনেক ভালবাসি।
বলেছিলে আবার তুমি,
ফেলে চোখের পানি।
মরেই যাবো যদি তুমি চলে যাও,
ছেড়ে আমার হাত দুখানি।
চোখের পানি মুছে দিয়ে,
বলেছিলাম আদর করে।
জীবনভর তোমায় রাখবো বুকে,
কিন্তু কথা দাও,তুমি কখনো যাবেনাক সরে।
তখন তুমি বলেছিলে,সারা জীবন
থাকবো পাশাপাশি থাকবো আমরা।
সেই তুমিই আমাকে একা করে চলে গিয়ে,
হয়ে গেলে নীল আকাশের তারা।
কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ