শুনেছি অপেক্ষার প্রহর নাকি শেষ হয় না
ভোরের অপেক্ষায় রাত যে আর কাটে না
অন্ধকারে জোনাকির আলোয় স্বপ্নের জাল বুনে চলি
ভোরের স্নিগ্ধ আলোতে তোমাকে দেখার অপেক্ষা
শিউলি ফুলের সুরভি মেখে তুমি আসবে
বেলাও হয়না, শুধু অপেক্ষায় থাকা...
পাখির কলতান, নীল আকাশ, সবুজ মাঠ
এইমাত্র উঁকি দেয়া সুর্যের রঙের বাহার
সাদা মেঘের শুভ্র সাজে তুমি আসবে
তুমি আসবে আমার জন্য নতুন ভোর নিয়ে
সময় যেন থেমে গেছে, চারিদিক স্তব্ধ
এই অপেক্ষার কি শেষ নেই...
কিছু বলা হয়না, ভয় হয়
জীবনও স্তব্ধ, শুধু অপেক্ষায়
তুমি আসবে জীবন নিয়ে
তুমি আসবে তো...
ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ