Skip to main content

বাংলা প্রেমের বা ভালোবাসার কবিতা | Bengali Love Poem

bangla-premer-valobashar-kobita-bengali-love-poetry

প্রেমের কবিতা সাইট এ আপনাকে স্বাগত। এই ব্লগ সাইট শুধুমাত্র বাংলা প্রেমের বা ভালোবাসার কবিতা নিয়ে। আপনাদের জন্য একটা মেনু তৈরি করছি, যদি আপনাদের একটু ভাল লাগে।

 যে বিষয় এর প্রেমের কবিতা পড়তে চান, সেই বিষয় এর ওপর ক্লিক করুন। 


 নির্দিষ্ট কবির প্রেমের কবিতা পড়ার জন্য কবির ছবির/নামের ওপর ক্লিক করুন। 
jibanananda-das-er-premer-kobita
anindita-ankur-mazumder-er-premer-kobita
mahadev-saha-er-premer-kobita
nirmalendu-goon-er-premer-kobita
helal-hafiz-premer-kobita
💗 হেলাল হাফিজ এর প্রেমের কবিতা

 অন্য কবিদের প্রেমের কবিতা পড়ার জন্য কবিতার নামের ওপর ক্লিক করুন। 

💗 তুমি ফিরবে - সমরেশ মজুমদার
💗 বিচ্ছেদ - নিঘাত কারিম
💗 আষাঢ়ে - নিঘাত কারিম
💗 তুমি আমাকে ভুলে যাবে - শামসুর রাহমান
💗 উত্তর - শামসুর রাহমান
💗 ফিরে এসো - তসলিমা নাসরিন
💗 কথোপকথন - পূর্ণেন্দু পত্রী
💗 কী করে ভালোবাসবোপূর্ণেন্দু পত্রী
💗 যে টেলিফোন আসার কথা পূর্ণেন্দু পত্রী
💗 অপেক্ষার প্রহর - বন্যা আসমা
💗 ইচ্ছে তোমার - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
💗 কতোটুকু বিষ রেখেছো প্রেমের পাশে - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
💗 যে আমাকে প্রেম শেখালো - মাকিদ হায়দার
💗 নীল আকাশের তারা - হোসেন মাহমুদ সাগর
💗 প্যারিসের চিঠি - লতিফুল ইসলাম শিবলী
💗 আমাকে ভালবাসার পর - হুমায়ুন আজাদ
💗 ভালোবাসার দিনে - সৈয়দ শামসুল হক
💗 একবার বলেছি তোমাকে - আহসান হাবীব
💗 ভালোবাসার সংজ্ঞা - রফিক আজাদ
💗 যাকে চেয়েছিলাম - শক্তি চট্টোপাধ্যায়
💗 অনুভবে তুমি - আকাশ হাসান
💗 মনে থাকবে - আরণ্যক বসু
💗 তোমার কাছে আর যাব না -  লুৎফর হাসান
💗 দরজা - প্রবুদ্ধসুন্দর কর
💗 যৌবন চাঞ্চল্য - যতীন্দ্রমোহন বাগচী
💗 তুমিই শুধু তুমি - সৈয়দ শামসুল হক
💗 চাঁদ ডুবলাে বুকের ভিতর - মোহাম্মদ মুজিব আলম
💗 তুমি নেই - মমিনুল মউজদীন
💗 এই অবেলায় - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

 ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন 

Comments

You May Read Also

অপেক্ষা - রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক প্রেমের কবিতা

সকল বেলা কাটিয়া গেল বিকাল নাহি যায়। দিনের শেষে শ্রান্তছবি কিছুতে যেতে চায় না রবি, চাহিয়া থাকে ধরণী-পানে, বিদায় নাহি চায়। মেঘেতে দিন জড়ায়ে থাকে, মিলায়ে থাকে মাঠে— পড়িয়া থাকে তরুর শিরে, কাঁপিতে থাকে নদীর নীরে, দাঁড়ায়ে থেকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে। এখনো ঘুঘু ডাকিছে ডালে করুণ একতানে। অলস দুখে দীর্ঘ দিন ছিল সে বসে মিলনহীন, এখনো তার বিরহগাথা বিরাম নাহি মানে। বধূরা দেখো আইল ঘাটে, এল না ছায়া তবু। কলস-ঘায়ে ঊর্মি টুটে, রশ্মিরাশি চূর্ণি উঠে, শ্রান্ত বায়ু প্রান্তনীর চুম্বি যায় কভু। দিবসশেষে বাহিরে এসে সেও কি এতখনে নীলাম্বরে অঙ্গ ঘিরে নেমেছে সেই নিভৃত নীরে, প্রাচীরে-ঘেরা ছায়াতে-ঢাকা বিজন ফুলবনে? স্নিগ্ধ জল মুগ্ধভাবে ধরেছে তনুখানি। মধুর দুটি বাহুর ঘায় অগাধ জল টুটিয়া যায়, গ্রীবার কাছে নাচিয়া উঠি করিছে কানাকানি। কপোলে তার কিরণ প’ড়ে তুলেছে রাঙা করি। মুখের ছায়া পড়িয়া জলে নিজেরে যেন খুঁজিছে ছলে, জলের’পরে ছড়ায়ে পড়ে আঁচল খসি পড়ি। জলের’পরে এলায়ে দিয়ে আপন রূপখানি শরমহীন আরামসুখে হাসিটি ভাসে মধুর মুখে, বনের ছায়া ধরার চোখে দিয়েছে পাতা টানি। সলিলতলে সোপান-’পরে উদাস বেশবাস

যেদিন আমি হারিয়ে যাব - কাজী নজরুল ইসলাম

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে- বুঝবে সেদিন বুঝবে। গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশিন হাওয়া, শিশির ছেচা রাত্রি থাকবে সবাই- থাকবে না এই মরন পথের যাত্রীই আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স

দুজন - জীবনানন্দ দাশ | প্রেম নিয়ে কষ্টের কবিতা

আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু-একই আলোপৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি?’- বলে সে তাকাল তার সঙ্গিনীর দিকে; আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে আবার প্রথম এল-মনে হয়- যেন কিছু চেয়ে-কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম বট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে- চড়ে ঘাসের উপর ঝরে পড়ে; তারপর সান্ত্বনায় থাকে চিরকাল; যেখানে আকাশে খুব নীরবতা,শান্তি খুব আছে, হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে: সেই ব্যাপ্ত প্রান্তরে দুজন; চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে;-চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি; ঘুঘুর পালক যেন ঝরে গেছে- শালিকের নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে; ঝরিছে মরিছে সব এই খানে বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে : ‘পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি