হে কিশোরী কবোষ্ণ বুকের চুড়োয়
কতোটুকু প্রেম রেখেছো লালন কোরে
কতোটুকু মান অভিমান!
সঞ্চয়ী এক চাষীর মতো
কতোটা বীজ জমিয়েছো হংসমিথুন
মৌশুম তো এসেই গেছে হে কিশোরী
কতোটুকু প্রেম রেখেছো!
কোমল হাতের ঐ আঙুলে
কতোটুকু স্নেহের পরশ আলতো লাজুক
রেখেছো হে চোখের ভেতর গভীরতায়
কতোটুকু সুখ রেখেছো!
ঢেউয়ের মতো ক্রমান্বয়ে
দেখেছো ঐ বুকের কিরীট যাচ্ছে বেড়েই
এর ভেতরে কতোখানি ঘুম রেখেছো
মিথুন রাতের স্বপ্নালু সুখ!
হে কিশোরী ঠোঁটের শাখায়
কোন সোনালি ফুলের মধু জমিয়েছো
কোন চুমুকের আশায় তুমি ঠোঁটের পাপড়ি
ব্যগ্র অমন মেলেই আছো!
হে কিশোরী বুকের ভেতর
কতোটুকু বিষ রেখেছো আড়াল কোরে
সোনালী ঐ প্রেমের পাশে !
কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ