তুমি লিখেছ - "তোমাকে ভুলে গেছি কিনা?"
প্রিয় আকাশি,
আমি জেনে গেছি-
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা;
স্বৃতি থেকে পালিয়ে বাচার জন্য
এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি,
বোহেমিয়ানদের মত ঘুরে ঘুরে।
মাদ্রিদ থেকে হামর্বুগ;
নিউক্যাসল নেপোলি থেকে প্রাগ বুখারেষ্ট মেসিডোনিয়া;
নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি।
তবু বাচতে পারিনি স্বৃতি থেকে।
ফ্রানকফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে
মনে পড়েছে তোমাকে।
সিসটাইন চ্যাপেলের
লাস্ট জাজমেন্টের মত মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে
প্রথমেই মনে পড়েছে তোমাকে।
সিসিলির কার্নিভেলে, এথেন্সের কফিশপে,
জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে
সুইজারল্যান্ডের লেকের কাছে,
স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুজেছি, সে তুমি।
ভাটিক্যানের প্রার্থনা সভা শেষে,
এক গ্রীক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো?
বলেছিলাম- তুমি আমার আকাশী হবে?
ভুলতে পারেনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি।
কবিতাটি ভালো লাগলে শেয়ার করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ