লিখেছি তোমার নাম অদৃশ্য কালিতে
মনের কাগজে,
লিখেছি সত্তার শ্লেটে, আকাশে, উদ্যানে
কোন সুদূর প্রস্তরযুগ থেকে বৃক্ষপত্রে,
গুহায়, পর্বতে খোদাই করেছি নাম।
এই অদৃশ্য অক্ষর, এই গোপনীয় শিলালিপি
কখনো পড়বে না কারো চোখে,
কোনো পর্যটক কিংবা এমনকি কোনো প্রত্নতত্ত্ববিদ
পারবে না উদ্ধার করতে এই হস্তাক্ষর
এই হৃদয়-খোদাই হস্তগত করতে পারবে না
কোনো আক্রমনকারী।
খুব যত্নে দিনরাত্রি জেগে অদৃশ্য কালিতে
লিখেছি তোমার নাম
তাই লিখিনি তোমাকে আমি অফসেটে,
তুলোট কাগজে, নোটবুকে।
সঙ্গোপনে খোদাই করেছি মনে,
আপন অন্তরে
এই অদৃশ্য কালিতে লেখা নাম রাত্রিদিন
আলো দেয় আমার সত্তায়।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 প্রেম নিয়ে মহাদেব সাহার কবিতা
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ