তোমার কাছে আর যাব না
নদীর কাছে যাব
সারাবেলার ভাঙন দেখে
তোমার ছায়াই পাব।
তোমার কাছে আর যাব না
যাব মেঘের কাছে,
তোমার চেয়ে দৃশ্যবদল
তারই জানা আছে।
তোমার কাছে আর যাব না
ডুববো বুনোফুলে,
নাম চিনি না তবুও সে
গন্ধ দেবে তুলে।
তোমার কাছে আর যাব না
পাখির দেশে যাব,
তোমার কন্ঠে সুর নেই যা
তার কাছে তা পাব।
তোমার কাছে আর যাব না
যাব সমুদ্দুরে,
তোমার চেয়ে চতুর ঢেউয়ে
ভাসবো অনেক দূরে।
তোমার কাছে আর যাব না
থাকব নিজের কাছে,
তোমায় ছেড়ে ভালো থাকার
অনেক কিছুই আছে।
তোমার কাছে আর যাব না
প্রেমের কাছে যাব,
তুমি ছাড়া শুদ্ধ সবই
সেই স্পর্শ পাব।
তুমি আমার সাত জনমের
সব করেছো মাটি,
তোমার কাছে যাব না তা'ও
প্রেমিক হব খাঁটি।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ