একলা উঠোন নৃত্যে কাঁপায়
তােমার নগ্ন পা
তুমুল বৃষ্টি ডাকলে আমায়
কেমনে বলি না।
বুকের ভিতর ঝড়-তুফানে
তুললাে মাতম ঢেউ
সেই উঠোনে মনের কবর
খুঁড়লাে যেন কেউ।
আমায় দেখে ঘঘামটা তুলে
লুকাও যখন মুখ
চাঁদ ডুবলাে বুকের ভিতর
ডুবলাে সকল সুখ।
মায়ার জালে বাঁধলে শুধু
ধুলায় নামলে না
গহীন জলে ডুবিয়ে দিয়ে
একটু থামলে না।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ