কেবল তুমিই পারতে ফোটাতে এই এক গ্রীষ্মে
শতবর্ষী ফুল,
একটি আকাশে সহস্র আকাশ একবিন্দু ভোরের শিশিরে
সাত সমুদ্রের চেয়েও বেশি জল ;
তুমিই পারতে শুধু একটি জীবনে এনে দিতে অনন্ত জীবন।
কেবল তুমিই পারতে পি সি সরকারের মতো
পৃথিবীর তাবৎ ঘড়ির কাঁটা স্তব্ধ করে দিতে,
শীতের অরণ্যে এনে দিতে অপার ফাল্গুন চিরবরফের নদী,
তাতে অথই প্লাবন।
সম্পূর্ণ শুকিয়ে গেছে যে মোহনা,
নদী তুমিই পারতে শুধু তার বুকে আনতে জোয়ার,
শুধু তুমিই পারতে আবার আমাকে
চৈত্রের হাওয়ায়
উন্মাতাল করে দিতে,
একবার কাছে এসে মূহুর্তে ঘুচিয়ে দিতে,
লক্ষ কোটি বছরে ব্যবধান
একটি চুম্বনে দিতে শত বছরের পরমায়ু।
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 মহাদেব সাহার প্রেমের কবিতা
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ